২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

লালফিতার দৌরাত্ম্যে কাবু হয়ে পড়েছি : বাণিজ্যমন্ত্রী

Advertisement

লালফিতার দৌরাত্ম্যে তিনি নিজেও কাবু হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, ভোটের আগে প্রতিটি রাজনৈতিক দল ইশতেহার দেয়। সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে। অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হলেও সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে পারা যায়নি। তবে আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি।

শনিবার রংপুর আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন তিনি। সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন)।

মন্ত্রী বলেন, কুড়িগ্রামের চিলমারী বন্দর চালু হয়েছে। সেখানে কাস্টমস পোর্ট হয়েছে। কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় হবে। এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড বদলে যাবে। তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি এটিও শুরু হয়ে যাবে। পঞ্চগড়ের উৎপাদিত চা বিশ্বমানের হয়ে উঠেছে। এই চা উৎপাদন এখন রংপুর, নীলফামারী, লালমনিরহাট জেলাতেও ছড়িয়ে পড়েছে। এটি একটি আশার খবর।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement