৩০ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

শরীরে লুকানো সোনা নিয়ে শাহজালালে গ্রেপ্তার এক যাত্রী

Advertisement

শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো এক কেজি ২২ গ্রাম এবং ব্যাগের ভেতর চারটি সোনার বার ও ১১০ গ্রাম স্বর্ণালংকারসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউজ। ২৫ সেপ্টেম্বর, শুক্রবার  রাতে তাকে আটক করা হয়। আটক ওই যাত্রীর নাম আনোয়ার হোসেন। 

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) সানোয়ারুল কবীরের ভাষ্য মতে, শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে আসেন আনোয়ার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি রোধে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেন। সন্দেহজনক হওয়ায় ওই যাত্রীকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো ১০২২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এ ছাড়া তার কাছে থাকা ব্যাগে পাওয়া গেছে আরো চারটি সোনার বার ও ১১০ গ্রাম স্বর্ণালংকার।

জব্দ সোনার বাজারমূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement