১০ মে, ২০২৪, শুক্রবার

শশার দাম কমায় উঠছে না শ্রমিক খরচও

Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের বিভিন্ন হাট-বাজারে বিপুল পরিমাণ শসা উঠায় সাত টাকা কেজি দরে শশা আর ৫ টাকায় ছোট টমেটো বিক্রি হচ্ছে। অন্যদিকে গ্রাম অঞ্চলের হাট-বাজারে প্রতি কেজি শশা ৫ টাকায় বিক্রি হচ্ছে।

বুধবার বিকালে উপজেলার পৌর শহরের বিভিন্ন হাট-বাজারে এমন চিত্রই দেখা যায়।

ক্রেতারা তিন কেজি শশা ২০ টাকায় কিনছেন। আর প্রতি কেজি ছোট টমেটো কিনছেন ৫ টাকা দরে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গ্রাম অঞ্চলের হাট-বাজারে শশার দাম আরো কম।    

উপজেলার কলকীহারা গ্রামের আব্দুর রহিম নামে একজন চাষি গণমাধ্যমকে জানান, তিনি দুই বিঘা জমিতে শসা চাষ করেছেন। প্রতি সপ্তাহে ২০ মন করে শসা ক্ষেত থেকে তুলে বিক্রি করছেন। রোজার আগে শসার দাম বেশি ছিল। রমজানের শুরু থেকে শসার দাম কমতে থাকে। শসার দাম বেশি হলে মানুষ হৈচৈ শুরু করে। এখন দাম কমেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। যে দামে শশা বিক্রি হচ্ছে, তাতে ক্ষেত থেকে শসা তোলার শ্রমিক খরচও উঠছে না। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস বলেন, এ বছর শসা চাষের লক্ষমাত্রা ছিল ৯০ হেক্টর জমিতে, চাষ হয়েছে ৯৫ হেক্টর। কৃষকরা রমজান উপলক্ষে বেশি চাষ করেছেন। এ বছর রমজানে শসার বাজারে কোনো কমতি নেই। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement