২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

১৩ মণ ওজনের শাপলাপাতা মাছ বিক্রি করতে মাইকে প্রচারনা

Advertisement

৫২২ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ বিক্রির জন্য মাইকে প্রচারনা করা হয় বরিশাল নগরীতে। মঙ্গলবার (৩১ আগস্ট) রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ী ভোর ৭টা থেকে নগরীর অলিগলিতে মাইকিং করেন।

রুবেল বলেন, সোমবার (৩০ আগস্ট) মাঝ রাতে খবর পেলাম তালতলীতে বেদে সম্প্রদায়ের এক লোকের জালে বড় একটি মাছ ধরা পড়েছে। সেখানে গিয়ে দেখি বিশাল শাপলাপাতা মাছ। দরদাম করে কিনে নিয়ে এসেছি। মাছ বিক্রি করে তাকে টাকা পরিশোধ করব। নিজেকে পোর্ট রোডের মাছ ব্যবসায়ী বলে জানান রুবেল।

রুবেল বলেন, ইলিশ ধরার জন্য বরিশাল শহরের উপকণ্ঠে তালতলী নদীতে জাল ফেলেন তিনি। কিছুক্ষণ পরে নদীর পানি কমতে থাকায় শাপলা পাতা মাছটি জালে ওঠে। জালে পেঁচিয়ে নৌকা-জালসহ টেনে নদীর মধ্যে নিয়ে যেতে থাকে। তবে পানি বেশি না থাকায় আর ভালোভাবে জালে পেঁচিয়ে পড়ায় মাছটি যেতে পারেনি। তালতলী ঘাটে মাছটি নিয়ে আসার পর ৩৫০ টাকা কেজি দরে কিনে নিয়েছে। ১৩ মণের মতো হবে মাছটির ওজন। আমি মাইকিং করছি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। পোর্টরোড রসুলপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

লকডাউন, মাছ শিকারে নিষেধাজ্ঞা বিভিন্ন কারণে গত দুই বছর ধরে মাছ ব্যবসা ভালো চলছিল না উল্লেখ করে রুবেল আরও বলেন, শাপলাপাতা মাছটি যদি বিক্রি করতে পারি তাহলে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে উঠতে পারব। তাছাড়া বেদে জেলেরও ভাগ্য খুলে গেছে।

কেটিভি ডেক্স/সংবাদদাতা

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement