১৫ মে, ২০২৪, বুধবার

শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের ঘোষণা সাকিবের 

Advertisement

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০২ বলে ২০২ রান করে ৭৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। 

টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। 

ব্যাট হাতে ২৪ বলে তিন চার আর ২ ছক্কায় অপরাজিত ৩৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সাকিব।

শেষ ম্যাচে যদিও একাদশে পরিবর্তনের ঘোষণা দিয়ে রাখলেন তিনি। তবে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলিকে অনুসরণ করেই প্রতিপক্ষকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার আগে কাজ শেষ করতে চান না বাংলাদেশ অধিনায়ক। 

সাকিব বলেন, আমরা যদি বড় দল হতে চাই, আমাদের মাঠে যেতে হবে এবং প্রথম বল থেকে নিজেদের সেভাবে প্রকাশ করতে হবে।

সাকিব আরও বলেন, সিরিজ জয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। সিরিজের শেষ ম্যাচে হয়তো কিছু নতুন খেলোয়াড়কে খেলানো হতে পারে। তবে জয়ের ক্ষুধা একই থাকবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে টানা জয়ে সিরিজ নিশ্চিত করার পর সাকিব বলেন, যদি ভালো দল হতে চান, যখন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে যাবেন, তারা সব সময়ই ৩-০ করতে চায়, যদি তারা ২-০ করে ফেলে। আমরাও সেটাই করার চেষ্টা করব।

বুধবার চট্টগ্রামে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন সাকিব। 

নিজের কীর্তি নিয়ে সাকিব বলেন, ভালো লাগছে বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারে শীর্ষে উঠতে পেরে। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement