১৫ মে, ২০২৪, বুধবার

সিরিজ জয়ের পর লিটন দাসের বক্তব্য 

Advertisement

টি-টোয়েন্টি সিরিজজুড়ে রান না পেলেও একেবারে শেষ ম্যাচে এসে ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। তিনি  হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ও এবং দলও হয়েছে সফল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই তাদের করেছে হোয়াইটওয়াশ।

এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পুরো দল। লিটন দাস উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘তৃতীয় ওয়ানডে জেতার পর বিশ্বাস পেয়েছি যে এই ইংল্যান্ডকে হারানো যায়। আর আমরা দেশের মাটিতে অনেক শক্তিশালী দল। আমাদের হাতে ভালো স্পিনার আছে, ভালো পেসার আছে, ব্যাটাররাও ভালো করছে। ইনফ্যাক্ট ভালো ফিল্ডিং সাইডও আছে। জিতব কি না, এমন চিন্তা করার দরকার ছিল না আমাদের। যেহেতু আমাদের দল ভালো, ভালো করলে আমরা জিতব, এই বিশ্বাস ছিল।’ 

তিনি বলেন, ‘আমি এটাও বলব না যে আমরা পরের সিরিজে বা তার পরের সিরিজে একেবারে বড় কিছু করে ফেলব। আমরা যেভাবে খেলছি, এভাবে যদি খেলে যেতে পারি, তাহলে একটা জায়গায় যেতে পারব।’

এর আগে ম্যাচসেরার পুরস্কার নিতে এসে নিজের ইনিংস নিয়ে লিটন বলেন, ‘নতুন বলে রান করা চ্যালেঞ্জিং ছিল। আমার কিছু সময় উইকেটে কাটাতে হতো, উইকেটের সঙ্গে অভ্যস্ত হতে হতো। রনি ও শান্ত যেভাবে খেলেছে, তাতে আমার চাপ কিছুটা কমেছে। আমিও ইনিংসটা সাজাতে পেরেছি।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement