১৮ মে, ২০২৪, শনিবার

স্বর্ণের দাম ব্যাপক বেড়েছে আন্তর্জাতিক বাজারে

Advertisement

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ব্যাপক বেড়েছে। গত ৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামীতে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই সংবাদে দেশটির তথা প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের দরপতন ঘটেছে। 

এছাড়া আবারও সীমান্ত খুলে দিয়েছে চীন। করোনাভাইরাস মহামারির কারণে এতদিন তা বন্ধ ছিল। এতে বুলিয়ন মার্কেটে বিনিয়োগে উৎসাহী হয়েছেন ব্যবসায়ীরা।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮৭৩ ডলার ৭২ সেন্টে। ২০২২ সালের ৯ মে’র পর যা সবচেয়ে বেশি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৮৭৭ ডলার ৪০ সেন্টে।

ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, মূলত ডলারের দর নিম্নমুখী হওয়ায় স্বর্ণের দাম অনেক বেড়েছে। এছাড়া বিনিয়োগকারীরাও ধীরে ধীরে নিজেদের হোল্ডিং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বাড়াতে শুরু করেছেন। যা গুরুত্বপূর্ণ ধাতুটির জন্য ইতিবাচক হয়ে দেখা দিয়েছে।

বর্তমানে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ সস্তা হয়ে গেছে। কারণ, ডলার সূচক আরও শূন্য দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। ইউএস ইতিবাচক চাকরির তথ্য প্রকাশের পর তা এখনও চাপে রয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে এই হার বেড়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement