১৭ মে, ২০২৪, শুক্রবার

স্বামী হত্যা করল সাবেক স্ত্রীকে

Advertisement

রাজধানীর মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে ছুরিকাঘাতে সাবেক স্ত্রী তুলি আক্তারকে হত্যার ঘটনায় করা মামলায় স্বামী সাইদুল ইসলাম আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মো. আশেকে ইমামের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন আসামি সাইদুলকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এমদাদুল হক তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত তিন মাস আগে সাইদুলের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী তুলির তালাক হয়ে যায়। রোববার বছরের প্রথম দিন। তাই পুনরায় সম্পর্ক উন্নয়নের জন্য মিরপুর বোটানিক্যাল গার্ডেনে আসেন তারা। আবারও ঘর-সংসার করতে পারেন কি না- এ ব্যাপারে দুইজনই কথা বলেন। কথা কাটাকাটির একপর্যায়ে সাইদুল তুলিকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে মারা যান তুলি। এ ঘটনায় ভুক্তভোগী মা লাইলি বেগম বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা করেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement