২৭ এপ্রিল, ২০২৪, শনিবার

একজন খেলোয়াড় ২৫০ বার করোনা পজিটিভ!

Advertisement

২৫০ বার করোনা পজিটিভ হয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্সের টেনিস খেলোয়াড় বেনোইত পেইর। ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে এমন ভয়ানক তথ্যই দিয়েছেন এই টেনিস খেলোয়াড়। এদিকে ফক্স স্পোর্টস বলছে, বর্তমানে অজ্ঞাত স্থানে তিনি কোয়ারেন্টিনে আছেন। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে আগামী মাসে মেলবোর্নে একটি টুর্নামেন্ট খেলার কথা ছিল তার।

ইনস্টাগ্রামে পেইর লেখেন, “আমার নাম বেনোইত পেইর। ২৫০তম বারের মতো আমি কোভিড পজেটিভ হয়েছি। সত্যি বলতে কোভিডের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারছি না। কেমন আছি? কোভিডের কারণে নাক বেয়ে পানি পড়ছে। দুনিয়ার নানা জায়গার হোটেলে কোয়ারেন্টিন করতে করতে আমি মানসিকভাবে আর ভালো নেই।”

২০২০ সালে ইউএস ওপেনের আগে কোভিড-১৯ পজেটিভ হন পেইর। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে তিনি খেলতে পারেননি। এরপর হামবুর্গে এটিপি টুর্নামেন্টের দুই সপ্তাহ আগে আবারও পজেটিভ হন পেইর। তবে টুর্নামেন্টটি শুরুর অনেকদিন আগেই পজেটিভ হওয়ায় এবং হাতে সময় থাকায় হামবুর্গে খেলার সুযোগ পেয়েছিলেন ৩২ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। এ মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে কঠোর কোয়ারেন্টিনে থাকা খেলোয়াড়দের একজনও পেইর।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement