৬ মে, ২০২৪, সোমবার

৪১তম বিসিএস প্রিলির ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৯ জুলাই

Advertisement

বৃহস্পতিবার (২৯ জুলাই) ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। ফলাফল তৈরির কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন ।
আজ (২৮ জুলাই) বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন তিনি বলেন,মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিশেষ অনুমোদন নিয়ে পিএসসির সব কার্যক্রম সঠিক ভাবে চালিয়ে নেওয়া হচ্ছে। তার মাঝে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজও সমাপ্ত হয়েছে। এই সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে এই কঠোর পরিস্থিতিতে বিশেষ নিয়োগ কার্যক্রমগুলো অগ্রাধিকার দিয়ে শেষ করা হচ্ছে। চিকিৎসক ও নার্স নিয়োগের জন্য খুব দ্রুতই সুপারিশ করা হবে। পিএসসি গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে । এমনকি চলতি বছরের ১৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে এ বিসিএসের মাধ্যমে। তার মধ্যে প্রশাসনে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন; প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন ও সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনকে নিয়োগ দেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement