বিকেএসপির শ্যুটিং বিভাগে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষনের জন্য সুযোগ পেয়েছে দেশের বিভিন্ন জেলার বেশ কিছু মেধাবী খুদে শ্যুটার। এই তালিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে ৬ জন বালক ও ৬ জন রয়েছে বালিকা। এসব প্রশিক্ষনার্থীদের বিকেএসপির নির্ধারণ করে দেওয়া সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। বিকেএসপির শ্যুটিং বিভাগে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষনের জন্য যারা সুযোগ পেয়েছেন তারা হলেন:
ছেলে= ০৬ জন
রেজি:নং নাম জেলা শ্রেণি ভর্তির কেন্দ্র
Sh- 383 ফাহিম উদ্দিন আহমেদ সাতক্ষীরা ৬ ষ্ঠ ঢাকা বিকেএসপি
Sh- 368 মাহমুদুল হাসান খান চট্টগ্রাম ৬ ষ্ঠ ঢাকা বিকেএসপি
Sh- 373 মোঃ মুনিব হাসান দিনাজপুর ৬ ষ্ঠ ঢাকা বিকেএসপি
Sh- 445 আরিফিন আহমেদ খান উদয় গাজীপুর ৬ ষ্ঠ ঢাকা বিকেএসপি
Sh- 496 মোঃ ইরফান হোসেন ঢাকা ৬ ষ্ঠ ঢাকা বিকেএসপি
Sh-381 এসএম সামিউল আলম সাতক্ষীরা ৬ ষ্ঠ ঢাকা বিকেএসপি
মেয়ে= ০৬ জন
রেজি:নং নাম জেলা শ্রেণি ভর্তির কেন্দ্র
Sh- 406 রুবাইয়াথ তাবাস্সুম নেত্রকোনা ৬ ষ্ঠ ঢাকা বিকেএসপি
Sh- 501 মিথিলা আক্তার টাংগাইল ৬ ষ্ঠ ঢাকা বিকেএসপি
Sh- 468 সুইকুই চিং মারমা রাঙ্গামাটি ৭ম ঢাকা বিকেএসপি
Sh- 332 ফাতিমা আক্তার মিনা সিলেট ৬ ষ্ঠ ঢাকা বিকেএসপি
Sh- 388 সাফা বিন শহীদ সাতক্ষীরা ৪ র্থ ঢাকা বিকেএসপ
Sh- 497 মান্নাথ মুস্তফা ঢাকা ৬ ষ্ঠ ঢাকা বিকেএসপি
বিকেএসপির শুটিং বিভাগের কোচ ফারহানা কাওসার রনি কে স্পোর্টসকে জানিয়েছেন, বিকেএসপিতে নতুন সুযোগ পাওয়া খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানের শুটার হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য তাদের এমন ভাবে প্রস্তুত করা যেন বৈশ্বিক আসর থেকে দেশের জন্য বড় সাফল্য বয়ে আনতে পারে তারা।