৩৮তম বিসিএস এর নন ক্যাডারের ৯ জনকে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এস এম আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশক্রমে ৩৮তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের প্রার্থীদের মধ্য থেকে ৯ জনকে নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-৯ অনুযায়ী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।’
নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন- গোপালগঞ্জের মো. তামজীদুর রহমান তন্ময়, গোপালগঞ্জের মেহেদী হাসান, মাদারীপুরের রাসেদুল ইসলাম, গাইবান্ধার মো. সাদ্দাম হোসেন, খুলনার অনুজ গাইন, শেরপুরের রাজিবুল করিম, মানিকগঞ্জের মো. আল নোমান, পাবনা জেলার মো. রাহাত তানভীর চৌধুরী এবং ফরিদপুর জেলার সেতু কুমার বিশ্বাস।
এর আগে, গত ১৪ জুলাই ইসি’র সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৪৭ জন কর্মচারীকে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।
হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আলোকে নির্বাচন কমিশন (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০০৮ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ১০ মে স্মারকের সুপারিশের পরিপ্রেক্ষিতে ৪৭ জন র্কমচারীকে উপজেলা/থানা নির্বাচন অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়।