২৭ জুলাই, ২০২৪, শনিবার

কোয়ারেন্টাইনে হেরাত; মুক্তি মিলেছে ক্রিকেটারদের

Advertisement

নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হওয়া বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এতদিন বাংলাদেশ দলের টিম হোটেলে ছিলেন তিনি, যেখানে করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন। হেরাথ করোনা পজিটিভ হওয়ায় বাংলাদেশ দলের বাকি সদস্যদের মধ্যে জেগেছিল উদ্বেগ। তবে সর্বশেষ করোনা পরীক্ষায় হেরাথ ছাড়া বাকি সবাই-ই নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। এতে কঠোর কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছেন কোচ, ক্রিকেটার, কর্মকর্তারা।

এ ব্যাপারে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছি। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগও দিয়েছে।’

দলে করোনা শনাক্তের খবরে কিছুটা উদ্বিগ্নই ছিলেন সুজন। তিনি বলেন, ‘আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করব। তো ওরা আজকে আমাদেরকে সুখবর দিয়েছে। আজকে প্র্যাকটিসেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’

এর আগে অধিনায়ক মুমিনুল ইসলামসহ ৪ ক্রিকেটার ও দলের মোট ৯ সদস্যের কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ানো হয়েছিল। সেখান থেকে শুধু হেরাথ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, বাকিদের কেউই করোনা বহন করছেন না। যদিও মুমিনুলদের ২০ ডিসেম্বর পর্যন্ত রুম কোয়ারেন্টিন মেনে চলতে হবে।

এ সময়ে বাংলাদেশ দলের বাকি সদস্যরা অনুশীলনে থাকলেও চালিয়ে যেতে হবে দ্বিতীয় দফা কোয়ারেন্টিন, যেখানে খুব বেশি কড়াকড়ি নেই। সুজন আরও জানান, ‘কালকে আমরা এখান থেকে বের হয়ে অন্য একটা হোটেলে চলে যাব। (মুমিনুলসহ কোয়ারেন্টিন বর্ধিত হয়েছে যাদের) তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে তারা জিম ব্যবহার করতে পারবে। নেগেটিভ থাকা সাপেক্ষে ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবে।’

সুজন আরও বলেন, ‘সবাই ভালো আছে, সুস্থ আছে। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ এবং আমরা সবাই নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement