টেস্ট ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ খেলতে জিম্ববুয়েতে রয়েছে বাংলাদেশ। এরই মধ্যে দলের সাথে যোগ দিয়েছে সাকিব আল হাসান। নতুন স্পিন কোচ হেরাথ ও রয়েছেন দলের সাথে তারপরও জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক রয়ছেন দলের সাথে। তিনি এক সময় বাংলাদেশের সেরা স্পিনার ছিলেন। বিশ্বক্রিকেটেও তার সুনাম রয়েছে বেশ। তিনি বলেছেন যদি কখনো কারও তার সহযোগিতা প্রয়োজন হয়তবে অবশ্যই তিনি করবেন।
তিনি বলেন উপমহাদেশে খেলা হলে যেভাবে স্পিনাররা ডমিনেট করে, এখানে তেমনি করে পেসাররা। তবে স্পিনারদের ভালো দায়িত্ব পালন করতে হয়। কিছু ক্ষেত্রে রান আটকে রাখা, কিছু ক্ষেত্রে ব্রেক থ্রু এনে দেওয়া (পেসাররা সংগ্রাম করলে)। এখানে স্পিন হয় না বা হবে না এমন চিন্তা করা ভালো কিছু নয়।’
রাজ্জাক বলেন আমি চাই না খেলোয়াড়দের মনে এটা ঢুকে যাক যে জিম্বাবুয়ে স্পিন নির্ভর না। হেরাথ এসেছে, ও তো অনেক অভিজ্ঞ, একইসাথে বড় তারকা ছিল। ওর কাছ থেকে অনেক অভিজ্ঞতা বোলাররা নিতে পারবে। হেরাথ তো আছেই, এরপরও প্রয়োজন হলে আমি তাদের পাশে আছি।