২১ জানুয়ারি, ২০২৫, মঙ্গলবার

“রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একজোট যুক্তরাষ্ট্র ও জার্মানি”-বাইডেন

Advertisement

জার্মানির বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এক হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র ও জার্মানি। 

জো বাইডেন বলেছেন, রাশিয়া-টু-জার্মানি গ্যাস পাইপলাইনের ব্যাপারে আঙ্গেলা ম্যার্কেলের কাছে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু তারা একমত হয়েছেন যে, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না মস্কোকে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মিত্র দুই দেশ চীনের অগণতান্ত্রিক কার্যক্রমের বিরোধিতা করেছেন।

২০০৫ সালে জার্মানির চ্যান্সেলর হন আঙ্গেলা ম্যার্কেল। তারপর থেকেই দেশটির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। ম্যার্কেলই জার্মানির প্রথম নারী চ্যান্সেলর। আগামী সেপ্টেম্বরে জার্মানিতে নির্বাচন। কিন্তু এই নির্বাচনে প্রার্থী হবেন না ম্যার্কেল। বিদায়ের আগে শেষবারের মতো ম্যার্কেলকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাল যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার প্রায় এক ঘণ্টা সময় ধরে বৈঠক করার পর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন জো বাইডেন। সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, ‘আমাদের ন্যাটো জোটের পূর্বের সদস্যদের রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে আমরা একসাথে আছি এবং একসাথে থাকব।’

তিনি আরো বলেন, ‘আমাদের অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের পক্ষে থাকবে। আমরা দেখছি চীন এবং আরো অনেক দেশ মুক্ত সমাজের ধারণাকে খর্ব করছে।’

চীনের সঙ্গে জার্মানির ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে। কিন্তু চীনের মানবাধিকার ইস্যুতে তারা প্রায়ই সমালোচনা করে থাকে।

সম্প্রতি হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসেকে হামলা চালিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর হাইতি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে সেনা সহায়তা চায়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলে দিলেন, এই মুহূর্তে হাইতিতে সেনা পাঠানোর পরিকল্পনা তাদের নেই।

এদিকে, কিউবায় চলমান সরকারবিরোধী আন্দোলন নিয়ে জো বাইডেন বলেন, ‘ব্যর্থ রাষ্ট্র’ তাদের নাগরিকদের প্রতিনিধিত্ব করছে।

তিনি বলেন, ‘কমিউনিজম (সাম্যবাদ) একটি অকার্যকর ব্যবস্থা, এটি সর্বজনীন ব্যর্থ ব্যবস্থা। সমাজতন্ত্র সাম্যবাদের বিকল্প হতে পারে বলে আমি মনে করি না।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement