গ্যাব্রিয়েল জেসুস লাল কার্ড দেখায় ম্যাচের শুরুতেই দশ জনের দলে পরিণিত হয় ব্রাজিল। তারপরও বুক চিতিয়ে চিলির বিপক্ষে লড়ে গেছে ব্রাজিল। শেষ পর্যন্ত জয় ধরা দিয়েছে ব্রাজিলের জালে। কোপায় সেমিফাইনাল নিশ্চিত করেছে নেইমারের দল।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোন দল। দ্বিতিয়ার্ধের শুরুতেই সেলেসাওদের ঘরে গোল এনেদেন লুকাস পাকুয়েটাকে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই স্কোর শিটে নাম তোলেন তিনি। শেস পর্যন্ত আর কোন প্রতিরোধ গড়তে পারেনি চিলি তাই ১-০ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেই মাঠ ছাড়ে ব্রাজিল।
এদিকে দিনের আরেক ম্যাচে পেনাল্টি শুট আউটে ৪-৩ ব্যাবধানে প্যারাগুয়ের বিপক্ষে জিতেছে পেরু। ম্যাচের নির্ধারিত সময় ৩-৩ গোলে ড্র করেছিলো তারা।