২৭ জুলাই, ২০২৪, শনিবার

হাসপাতালগুলোতে অক্সিজেন ও করোনা শয্যা বাড়ানোর নির্দেশ

Advertisement

অক্সিজেন সরবরাহ বাড়ানোসহ সারা দেশের হাসপাতালগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে দেশের সব বিভাগ ও জেলা প্রশাসন এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

সারা দেশে করোনার প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এ ভিডিও কনফারেন্স আয়োজন করা হয়।

ভিডিও কনফারেন্স থেকে করোনার উপসর্গ বা লক্ষণযুক্ত সব ব্যক্তিকে অবশ্যই ঘরে থাকার অনুরোধ জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব। প্রয়োজনে এ ধরনের স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এছাড়া মাঠ প্রশাসন ও স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অক্সিজেন সরবরাহ বাড়ানোসহ হাসপাতালগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শয্যা সংখ্যা বাড়াতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement