ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে শ্রীলঙ্কান তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েলা বায়োবাবল ভঙ্গের করে হোটেলের বাইরে থাকায় লঙ্কান ক্রিকেট বোর্ড তাদের বহিষ্কার করেছে। তার যদি লঙ্কান সাবেক ক্যাপটেন রানাতুঙ্গার দলে খেলতেন তাহলে এই ঘটনার পরে আগে তিনি এই তিন ক্রিকেটারকে থাপরাইতেন তারপর যা করার করতেন।
রানাতুঙ্গা শ্রীলঙ্কান একটি জাতীয় গণমাধ্যমে বলেন,‘আমি খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ দিতাম না। তারা খেলা বাদ দিয়ে ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায়, যা ইচ্ছা তা করে। শ্রীলঙ্কা ক্রিকেট এসব নিয়ে ভাবছেই না। তারা শুধু খ্যাতিই চায়। আমি যদি দলের অধিনায়ক হতাম, তাহলে এই তিন খেলোয়াড়কে ২-৩টা থাপ্পড় দিতাম।’
নিয়ম ভঙ্গকরায় শ্রীলঙ্কান প্রাস সব সাবেক ক্রিকটারই তাদের উপরে রেগে আছে। তবে সহমর্মিতা দেখিয়েছেন কুমারা সাঙ্গাকারা। তিনি বলেন ‘তারা অনেক সিনিয়র ক্রিকেটার। একজন দলের সহ-অধিনায়কও। অবশ্যই তদন্ত হবে এবং শাস্তিও হবে। তবে আশা করবো তাদের প্রতি সমর্থনও থাকবে এবং তাদের কাউন্সেলিং করা হবে। সেটা শুধু ক্রিকেটীয়ই নয়, একজন মানুষ হিসেবেও, যাতে তারা মাঠের বাইরে ইতিবাচক জীবনযাপনে মনোযোগী হয়ে ওঠে।’