ঈদের ছুটিতে কাস্টমস হাউজ ও স্টেশনসমূহে আমদানি-রপ্তানি, রপ্তানি সংশ্লিষ্ট ও আমদানি সংক্রান্ত শুল্কায়ন কার্যক্রম ‘সীমিত আকারে’ চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ঈদের ছুটিকালীন রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে দেশের কাস্টমস হাউজ সমূহের রপ্তানি ও রপ্তানি সংশ্লিষ্ট আমদানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আদেশ অনুযায়ী ব্যবস্থা নিতে সব কাস্টমস হাউস ও শুল্কস্টেশনসমূহে ব্যবস্থা নিতে কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।’
চট্টগ্রাম বন্দর দিয়েই দেশের বেশিরভাগ আমদানি-রপ্তানি হয়। এরপরেই বেনাপোল কাস্টমস হাউস দিয়ে বেশি আমদানি-রপ্তানি কার্যক্রম হয়। ঈদের বন্ধের সময় এই দুটি কাস্টমস হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টমসও খোলা থাকবে। তবে ব্যাংক বন্ধ থাকলে অনেক আমদানিকারকেরা বিল অব এন্ট্রি সাবমিট করতে চান না।
ঈদের ছুটিতে কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন সচল রাখতে গত ৩০ জুন এনবিআরকে চিঠি দেয় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এরই পরিপ্রেক্ষিতে ঈদুল আজহা উপলক্ষে সীমিত আকারে কাস্টমস হাউজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।