১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যু ১০, শনাক্তের রেকর্ড

Advertisement

চট্টগ্রামে আবারও করোনা শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩ জন। এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরও ১০ জনের।

বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২ হাজার ৮৬১ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ। নতুন রোগীদের মধ্যে ৬৫২ জন চট্টগ্রাম মহানগরী এলাকার এবং বাকি ৩৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন মহানগরীর এবং ৬ জন উপজেলার বাসিন্দা।

এদিকে উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়া ৮ জন, সাতকানিয়ার ১৬ জন, বাঁশখালীর ১২ জন, আনোয়ারার ৩৪ জন, চন্দনাইশে ১৯ জন, পটিয়ায় ১৭ জন, বোয়ালখালীতে ৩২ জন, রাঙ্গুনিয়ায় ১০ জন, রাউজানে ২২ জন, ফটিকছড়িতে ২৭ জন, হাটহাজারীতে ৭৫ জন, সীতাকুণ্ডে ৪৫ জন মিরসরাইয়ে ২৮ জন ও সন্দ্বীপে ৬ জন রয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৭৮৭ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫১ হাজার ৯৪৯ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৫ হাজার ৮৩৮ জন রয়েছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement