চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করে ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে ৪৬৫ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১৪৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আজ বুধবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে একজনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার তিন জন, বাঁশখালীর দুই জন, আনোয়ারার ১০ জন, চন্দনাইশের এক জন, পটিয়ার ১৪ জন, রাঙ্গুনিয়ার ১০, রাউজানের ১৯, ফটিকছড়ির ১১, হাটহাজারীর ১৮, সীতাকুণ্ডের ৩২, মীরসরাইয়ের ২৪ জন ও একজন সন্দীপ উপজেলার বাসিন্দা।
এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৬২ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকা ৪৮ হাজার ২৯৫ ও ১৩ হাজার ৯০৫ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৪৮৪ ও উপজেলা পর্যায়ের ২৫১ জনসহ মোট ৭৩৫ জন মারা গেছেন।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৮৯০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬৬২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৫ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় নয় ব্যক্তির মৃত্যু হয়।
এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৬৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৪ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় পাঁচজনের মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।