১৪ অক্টোবর, ২০২৪, সোমবার

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৯ জনের মৃত্যু

Advertisement

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আজ মঙ্গলবর পর্যন্ত আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এই ১৯ জনের মধ্যে ৬ জন রাজশাহীর, ৩ জন পাবনার, ৩ জন নওগাঁর, ৩ জন নাটোরের, ২ জন, চাঁপাইনবাবগঞ্জের, ১ জন সিরাজগঞ্জের ও ১ জন বগুড়ার বাসিন্দা ছিলেন। মৃতদের মধ্যে ৮ জন করোনা পজেটিভ, ১০ জন উপসর্গ নিয়ে এবং ১ জন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ওয়ার্ডে নতুন ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৪ জন। এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৯টি নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৬৯ শতাংশ। নওগাঁর ২৪৩ নমুনা পরীক্ষায় ৮৫জনের পজেটিভ আসে। শনাক্তের হার ৩৪ দশমিক ৯৮ শতাংশ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement