শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মাননা দেবে টোকিও অলিম্পিক আয়োজক কমিটি।
অলিম্পিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো কেউ এই লরেল সম্মাননার ট্রফি পেতে চলেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
আইওসি জানায়, ক্ষুদ্র ঋণের মাধ্যমে বিশ্বব্যাপী দারিদ্রতা কমানোর ক্ষেত্রে বিশেষভাবে সমাদৃত ইউনূস। ক্রীড়ার উন্নয়নে তার গভীর কার্যক্রমকে সম্মানিত করতে এই ট্রফি দেয়া হচ্ছে।
৮১ বছর বয়সী এই অর্থনীতিবিদ ২০০৬ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন। আগামী ২৩ জুলাই জাপানে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হবে।
আইওসি জানায়, খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা, শান্তি ও উন্নয়নের প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে পাঁচ বছর আগে অলিম্পিক লরেল দেয়ার রীতি শুরু হয়।
এই সম্মাননা প্রথমবারের মতো ২০১৬ সালের রিও অলিম্পিক গেমসে কেনিয়ার সাবেক অলিম্পিয়াড কিপ কেইনোকে দেয়া হয়েছিল, যিনি নিজের দেশে শিশুদের একটি বাড়ি, একটি স্কুল এবং অ্যাথলেটদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়েছিলেন।