১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন

Advertisement

ঢাকাসহ দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বুধবার (৭ জুলাই) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের লাখিপুর নামে একটি জায়গা। ঢাকা থেকে ২৪২ কিলোমিটার উত্তরে এর অবস্থান।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানায়, এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভারতের লাখিপুরের ৭ কিলোমিটার দক্ষিণে ছিল এর অবস্থান। সময় ৯ টা ১৫ মিনিট।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ঢাকা, রংপুরসহ দেশের কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

সকালে কম মাত্রায় হওয়ায় ঢাকার অনেকে না বুঝতে পারলেও কয়েকজন বাসিন্দা নিশ্চিত করেছেন ঢাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

এছাড়া সিলেট নগরীর উপ-শহরের বাসিন্দা মাহবুবুর রহমানের দাবি ভূমিকম্পটি ৪-৫ সেকেন্ডের মতো স্থায়ী ছিল।

এদিকে একই সময়ে ভূমিকম্পে কেঁপে ওঠে কুড়িগ্রাম জেলা। এসময় আতঙ্কে মানুষজন ঘর থেকে বের হ‌য়ে আসে। তবে কোনও হতাহতের খবর জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement