ঢাকাসহ দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বুধবার (৭ জুলাই) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের লাখিপুর নামে একটি জায়গা। ঢাকা থেকে ২৪২ কিলোমিটার উত্তরে এর অবস্থান।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানায়, এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভারতের লাখিপুরের ৭ কিলোমিটার দক্ষিণে ছিল এর অবস্থান। সময় ৯ টা ১৫ মিনিট।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ঢাকা, রংপুরসহ দেশের কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
সকালে কম মাত্রায় হওয়ায় ঢাকার অনেকে না বুঝতে পারলেও কয়েকজন বাসিন্দা নিশ্চিত করেছেন ঢাকায়ও কম্পন অনুভূত হয়েছে।
এছাড়া সিলেট নগরীর উপ-শহরের বাসিন্দা মাহবুবুর রহমানের দাবি ভূমিকম্পটি ৪-৫ সেকেন্ডের মতো স্থায়ী ছিল।
এদিকে একই সময়ে ভূমিকম্পে কেঁপে ওঠে কুড়িগ্রাম জেলা। এসময় আতঙ্কে মানুষজন ঘর থেকে বের হয়ে আসে। তবে কোনও হতাহতের খবর জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।