ইউরোর কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ইতালি ও স্পেন। এলিয়ান্জ এ্যারিনায় বেলজিয়ামকে ২-১ গোলে হরিয়ে ৯ বছর পর ইউরোর সেমিঠাইনাল নিশ্চিত করে ইতালিয়ানরা। আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শুট আউটে ৩-১ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন।
রাতে ম্যাচের শুরুতেই সুযোগ হাতছাড়া করে দুই দলের খেলোয়াড়রা। ম্যাচের ৩১ মিনিটে নিকোলো ব্যারিলার স্কোরে ১-০তে এগিয়ে যায ইতালি। ম্যাচের ৪৪ মিনিটে লরেন্জোর আঘাতে আবারও ক্ষতবিক্ষত হয় লুকাকুর দল। তবে বিরতীর আগে ম্যাচের অতিরিক্ত সময পেনাল্টি থেকে লুকাকুর স্কোরে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতীতে যায় বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে ম্যাচ জমে ওঠে আরও দুই দলের আক্রমণ পাল্টা আক্রমন হলেও গোল করতে পারেনি কোন পক্ষই। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেই মাঠ ছাড়ে ইতালি।
এদিকে দিনের আরেক কোয়ার্টারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমির টিকেট কেটেছে স্পোন। ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হলেও পেনাল্টি শুট আউটে ৩-১ গোলের জয় নিয়ে ইউরো কাপের সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে স্পেন।