পশ্চিম ইউরোপের জার্মানি, বেলজিয়াম ও প্রতিবেশী দেশগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু জার্মানিতেই ১৫৬ জনের মৃত্যু হয়েছে বলে রোববার দেশটির পুলিশের সূত্রে জানানো হয়।
বন্যায় সবচেয়ে বিপর্যস্ত রাইনল্যান্ড পালাটিনেট প্রদেশেই ১১০ জনের মৃত্যু হয়েছে।
জার্মান পুলিশ এক বিবৃতিতে জানায়, প্রদেশটিতে বন্যায় ছয় শ’ ৭০ জন আহত হয়েছেন।
এদিকে পশ্চিম জার্মানি থেকে অস্ট্রিয়া সীমান্তে দক্ষিণ জার্মানিতে ব্যাভারিয়া প্রদেশ পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে। ব্ন্যায় এই প্রদেশে একজনের মৃত্যু হয়েছে।
এর আগে বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের ফলে জার্মানির পশ্চিমাঞ্চলে বন্যার সৃষ্টি হয়। জার্মান কর্তৃপক্ষ বন্যায় বিপুল প্রাণহানির আশঙ্কা করছে।
অপরদিকে বেলজিয়ামে বন্যায় ২৭ জনের প্রাণহানিসহ আরো এক শ’ তিনজন নিখোঁজ রয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ন্যাশনাল ক্রাইসিস সেন্টার জানায়।
বন্যার কারণে বেলজিয়ামের বিভিন্ন স্থানের সড়ক ও রেল যোগাযোগ ব্ন্ধ রয়েছে।
এদিকে জার্মানি ও বেলজিয়ামের প্রতিবেশী নেদারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়ায় বন্যা ছড়িয়ে পড়েছে। এইসকল দেশে বন্যায় এখনো কোনো প্রাণহানি না হলেও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।