হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি (৫৩) সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।
বুধবার (০৭ জুলাই) হাইতির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
ক্লদে জোসেফ বলেছেন, স্থানীয় সময় ১টার দিকে অস্ত্রধারী একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়েছে। এ হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন বলে তিনি জানান।
উত্তর আমেরিকার দরিদ্রতম একটি দেশ হাইতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিকে পরিবর্তনের ঘোষণা দেন জোভেনেল মইসি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, ‘বিদেশি গ্রুপের’ সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।