২৭ জুলাই, ২০২৪, শনিবার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তীব্র যানজট এখন পুরো ফাঁকা

Advertisement

সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও বেলা বাড়ার সাথে তা ক্রমেই কমতে কমতে এখন রাস্তা প্রায় ফাঁকা হওয়ার উপক্রম। মহাসড়কে তেমন কোন যানবাহন লক্ষ্য করা যাচ্ছে না।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক রোববার (১৮ জুলাই) বেলা ১১টার পর থেকে ফাঁকা হয়ে যায়। এর আগে থেকেই মহাসড়কে যানবাহন স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে গেছে।

প্রসঙ্গত, আজ রোববার ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে সেতুপূর্ব পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়। এরপর মহাসড়কে তেমন পরিবহন দেখা যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত এ বিষয়ে জানান, সকালের দিকে ব্যাপক চাপ ছিল মহাসড়কে। হাইওয়ে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement