করোনার কারণে বিশ্বক্রিকেটে তৈরি হয়েছিলো দর্শক শূন্যতা। মাঠে খেলা হলেও গ্যালারিতে বসে খেলা দেখার উপায় ছিলো না সমর্থকদের। সেই ভাস্থার অবশেষে পরিবর্তণ ঘটছে ইংল্যান্ড ও পাকিস্তানের সিরিজ দিয়ে। এই সিরিজে গ্যালারি ভর্তি দর্শক থাকবে উতসাহ দেবে দলের খেলোয়াড়দের এমন সিদ্ধান্তই জানিয়েছে ইংল্যান্ডের সরকার।
আসছে ১০ জুলাই ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লর্ডসে পাকিন্তান ও ইংল্যান্ডের ম্যাচে স্টেডিয়াম পুর্ণ থাকবে কানায় কানায়। যুক্তরাজ্যের সরকার চাইছে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে করোনার সকল নিশেদ্ধাজ্ঞা তুলে নিতে। সেই পরিকল্পনা বাস্তবায়নে ধীরে ধীরে মাঠে দর্শকদের অনুমতি দিচ্ছে তারা।
দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে এজবাস্টনে। সেই ম্যাচের আগে ৮০ শতাংশ টিকেট ছাড়া হবে বলে জানা গেছে। ১১ বছরের উপরে করোনার পূর্ণ ডোজ নিয়েছে এবং পিসিআর টেস্টে গেল ছয় মাসে স্বাভাবিক ইমিউনিটির সার্টিফিকেট রয়েছে এমন সমর্থকরাই খেলা দেখতে পারবেন গ্যালারিতে বসে। সামাজিক দুরত্ব না মেনে বসলেও মাস্ক পড়ার অনুরোধ করা হবে দর্শকদের।