৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

সাবেক আইজিপি ও সচিব বুরহান সিদ্দিকী মারা গেছেন

Advertisement

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী (বুরহান সিদ্দিকী) মারা গেছেন।

শনিবার (১৭ জুলাই) মধ্য রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। 

রোববার (১৮ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বুরহান সিদ্দিকী ১৯৯৮ সালের সেপ্টেম্বর থেকে ২০০০ সালের জুন মাস পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি পানি সম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদে তার তৃতীয় চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০০৩ সালে শেষ হয়। ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন তিনি। এরপর আন্তর্জাতিক পানি গবেষণা, আইনশৃঙ্খলা ও উন্নয়ন প্রকল্পের এসএমই এবং পরামর্শক হিসাবে কাজ করেছেন। তিনি বিটিভির তালিকাভুক্ত সংগীতশিল্পী ছিলেন। 

১৯৮৯-৯০ সালে নামিবিয়ায় যুদ্ধকালে বুরহান সিদ্দিকী ছিলেন দেশটিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার। আর হাইকমিশনার হিসেবে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে প্রধান লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বুরহান সিদ্দিকীর বেড়ে ওঠা চট্টগ্রামে। ১৯৭১ সালে তিনি রেহানা সিদ্দিকীকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement