করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০২০ সালে কঠোর লকডাউন জারি করা হয়। সেই লকডাউনকে অসাংবিধানিক ঘোষণা করেছে স্পেনের শীর্ষ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে জরিমানার কবলে পড়া জনগণ এই আদেশের ফলে তাদের পরিশোধকৃত অর্থ ফেরত পাওয়ার আবেদন করতে পারবেন।
শীর্ষ ওই আদালতের রায়ে বলা হয়েছে, করোনা সংক্রমণের জেরে লকডাউনের ফলে অর্থ হারানোয় সরকারের বিরুদ্ধে মামলা দায়েরকে অনুমোদন দেওয়া হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, করোনা সংক্রমণের প্রথম ধাক্কা সামলাতে গত বছরের ১৪ মার্চ জরুরি অবস্থা ঘোষণা করে স্পেন সরকার। বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্পেনে স্টেট অব ইমার্জেন্সি, স্টেট অব এক্সসেপশন আর সর্বোচ্চ পর্যায় স্টেট অব সিজ ধরনের জরুরি অবস্থা রয়েছে।
জরুরি অবস্থার নিয়ম অনুসারে সে দেশের সব মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। শুধু বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি ছিল। ডানপন্থী রাজনৈতিক দল ভক্স এর দায়ের করা এক মামলায় এ আদেশ দিয়েছে স্পেনের আদালত।