২৭ জুলাই, ২০২৪, শনিবার

দেশের বক্সিং উন্নয়নে বাজেট বাড়ানো হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

Advertisement

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের নবনিযুক্ত সভাপতি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, পিএসসি মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি এর সাথে তাঁর সচিবালয়স্থ নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মাননীয় প্রতিমন্ত্রী সদ্য নিযুক্ত সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভাপতিও তাঁর দায়িত্ব পালনে মাননীয় প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করেন।

সাক্ষাৎকালে দেশে বক্সিং খেলার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় বাংলাদেশ বক্সিং ফেডারেশেনর সভাপতি মাননীয় প্রতিমন্ত্রীকে ফেডারেশনের বর্তমান অবস্থা ও এর বিভিন্ন সমস্যাদিসহ ভবিষ্যত পরিকল্পনা অবহিত করেন। মাননীয় প্রতিমন্ত্রী দেশে বক্সিং খেলাকে জনপ্রিয় ও এর ব্যাপক উন্নয়নে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের বার্ষিক বাজেট বৃদ্ধিসহ আগামী ১০ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারনের বিষয়ে নবনিযুক্ত সভাপতিকে নির্দেশনা প্রদান করেন।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সকল কার্যক্রমে আরো গতিশীলতা আসবে বলে মাননীয় প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক অসামান্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেনসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement