এবছরের আগষ্ট থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগ “লা লিগা“। আগষ্টের ১৫ তারিখ থেকে শুরু হয়ে এই লিগ চলবে ২০২২ সালের ২২ মে পর্যন্ত। এই লিগের সবচাইতে বড় আকর্ষন এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আসছে ২৪ অক্টোব। ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে স্পেনের দুই জায়েন্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
১৫ আগষ্ট রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে মাঠে নেমে এই মৌসুরের যাত্রা শুরু করবে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ খেলবে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে। আর বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে সেল্টা ভিগো।