২৭ জুলাই, ২০২৪, শনিবার

পুঁজিবাজারে লেনদেনে আজও সূচকের উত্থান

Advertisement

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৯পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৭০ পয়েন্টে। 

এ সময় লেনদেন হওয়া ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৮ টির, দর কমেছে ৬৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। এ সময় লেনদেন হয়েছে ৪১১ কোটি ৬৮ লাখ ৭৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৪৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০ টির, দর কমেছে ৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আলোচিত সময়ে লেনদেন হয়েছে ১০ কোটি ৬২ লাখ টাকা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement