বাংলাদেশ ব্যাংকের লেনদেনের সময় বাড়ায় পুঁজিবাজারের লেনদেনের সময়ও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।
মঙ্গলবার (৬ জুলাই) দিনগত রাত ১১টার দিকে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ৮ জুলাই থেকে ১৪ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর পুঁজিবাজারে লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত।
বিএসইসি থেকে জানানো হয়েছে, ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত করার আলোকে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে।
এর আগে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সর্বাত্মক ‘লকডাউনে’ ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। যাতে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত কমিয়ে আনা হয়। তবে আগের মতো ১৫ মিনিট প্রি ওপেনিং সেশন ও পোস্ট ক্লোজিং সেশন থাকছে।