পাইপলাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী কাল রোববার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইপলাইনের তিন জায়গায় বাল্ব প্রতিস্থাপনের জন্য রোববার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস জানায়, রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা মসজিদ এলাকা ও তেজগাঁও বিজ্ঞান কলেজ এলাকায় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে প্রতিষ্ঠানের সকল ডিভিশন, বিভাগ ও শাখা প্রধানদের ঈদের ছুটি বাতিল করেছে তিতাস গ্যাস। কর্মকর্তা-কর্মচারিদের নিয়মিত শিফট ডিউটি অপরিবর্তিত থাকবে বলে এক আদেশে জানিয়েছে প্রতিষ্ঠানটি।