৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীর গতি

Advertisement
কোরবানির ঈদ সামনে রেখে লকডাউন তুলে নেওয়ায় উত্তরের পথে শুরু হয়েছে ঈদযাত্রার চাপ। 

যানবাহন বেড়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, শুক্রবার গভীর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত এলাকার সড়কে যানবাহন চলছে থেমে থেমে।

লকডাউনের বিধিনিষেধ উঠে যাওয়ায় বৃহস্পতিবার থেকেই দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে সারা দেশে। ফলে মহাসড়কও আগের ব্যস্ত চেহারায় ফিরে গেছে।

গাবতলী বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে যাওয়ার সময় স্বাস্থ্যবিধি মানতে অর্ধেক সিট খালি রাখা হচ্ছে। যাত্রীর চাপ বেশি থাকায় তাদের বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে টার্মিনালে বা রাস্তায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ বলছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখন স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ যানবাহন চলছে। বাস, ট্রাক, গরুবাহী গাড়ির কারণে  রাস্তায় বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে যানজট।

পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, মহাসড়ক সচল রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement