উচ্চ আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ এর টিকা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। নিবন্ধন পূর্বক আগামী ৩১ জুলাই ২০২১ তারিখের মধ্যে তাদেরকে টিকা গ্রহণ করতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে আরও বলা হয় যে টিকার সনদ আগামী ১লা আগস্ট ২০২১ থেকে ৮ই আগস্ট ২০২১ তারিখের মধ্যে যার যার সংশ্লিষ্ট শাখার সুপারিন্টেন্ড বা বেঞ্চ অফিসারের কাছে জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে যুক্তিসঙ্গত কোন কারণে ভ্যাকসিন গ্রহণ না করলে কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।